টিকে গেলেন নাদিম মোস্তফা

নাদিম মোস্তফা
নাদিম মোস্তফা

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির নাদিম মোস্তফাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি। এর আগে গতকাল রোববার নজরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে ঋণখেলাপসহ কয়েকটি কারণে নাদিম মোস্তফার মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

গত শুক্রবার নাদিম মোস্তফার পরিবর্তে এই আসনে নজরুল ইসলামকে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল।

জানতে চাইলে নাদিম মোস্তফার ছোট ভাই সাইদ হাসান বলেন, ‘বেলা একটার দিকে মনোনয়নপত্র পাই। সেখান থেকে বিমানযোগে রাজশাহীতে ফিরে বিকেল সাড়ে চারটার দিকে নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিই।’

গত শনিবার আপিল শুনানির পর বিএনপির প্রার্থী নাদিম মোস্তফা রাজশাহী-৫ আসনে মনোনয়ন ফিরে পান। এরপর পুনরায় এই আসনে নাদিম মোস্তফাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। তিনি ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা ১০ বছর পুঠিয়া-দুর্গাপুর আসনে সাংসদ ছিলেন।