রংপুর-২ আসনে মহাজোটের প্রার্থী নেই

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনটি জাতীয় পার্টি ও আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এ কারণে এলাকার সবার দৃষ্টি ছিল মহাজোটের প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে। কিন্তু সবকিছুর অবসান ঘটিয়ে গতকাল রোববার রাতে বদরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী নিশ্চিত করেছেন, ওই আসনে মহাজোটের কোনো প্রার্থী নেই। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাসদের প্রার্থীরা আলাদা ভোট করতে পারবেন। তাঁরা নিজ নিজ দলীয় প্রতীক নৌকা, লাঙ্গল ও মশাল নিয়ে লড়বেন।

বদরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী জানান, ওই আসনে জাতীয় পার্টির মনোনীত দুই প্রার্থীর মধ্যে গতকাল মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং বিএনপির দুই প্রার্থীর মধ্যে মাহফুজ উন নবী। রংপুর-২ আসনে শেষ পর্যন্ত এখন ভোটের মাঠে লড়াই করবেন ৯ জন প্রার্থী। তাঁরা হলেন ঐক্যফ্রন্টের মনোনীত বিএনপির প্রার্থী সাবেক সাংসদ মোহাম্মদ আলী সরকার (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী আসাদুজ্জামান চৌধুরী সাবলু (লাঙ্গল), আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক ওরফে ডিউক চৌধুরী (নৌকা), জাতীয় পার্টির মনোনয়নবঞ্চিত সাবেক সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এ ছাড়া লড়বেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কুমারেশ রায়, বিকল্পধারার হারুন অর রশিদ, ন্যাশনাল পিপলস পার্টির ওয়াসীম আহম্মেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আশরাফ আলী ও জাকের পার্টির পক্ষে আশরাফুজ্জামান।