তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা

দেশের সর্বোত্তর প্রান্ত পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শীত জেঁকে বসলেও আজ সেখানে সকাল সকাল সূর্যের দেখা পাওয়া গেছে।

কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে গিয়ে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল। উত্তরের হিমেল বাতাসের সঙ্গে কুয়াশা রাত থেকে সকাল পর্যন্ত থাকছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক মো. সামিউজ্জামান জানান, আজ সকাল নয়টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাতভর হিমেল বাতাস থাকায় তাপমাত্রা কমেছে বলে তিনি জানান।

এর আগে গতকাল মঙ্গলবার সকাল নয়টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে দিন সোমবার সকাল নয়টায় সেখানের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত রোববার তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।