তালিকা দিন, কর্মীদের থানায় নিয়ে আসব

নেতা–কর্মীদের নামে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা থাকলে তাঁর একটি তালিকা দিতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। সেই তালিকার সব নেতা–কর্মীকে নিয়ে তিনি থানায় হাজির হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের লালবাজার এলাকায় নির্বাচনী প্রচারণার সময় নোমান এই প্রতিশ্রুতি দেন। তিনি চট্টগ্রাম–১০ (পাহাড়তলী–হালিশহর–খুলশী) আসনে বিএনপির প্রার্থী। গতকাল বেলা তিনটায় চট্টগ্রাম নগরের ওয়াসা মোড়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। এর আগে গতকাল সকালে শাহ আমানতের (রা.) মাজার জিয়ারতের মাধ্যমে তাঁর নির্বাচনী কার্যক্রম শুরু হয়। আর গণসংযোগ শুরু করেন ওয়াসা মোড় থেকে।

নোমান পুলিশের উদ্দেশে বলেন, ‘আপনারা আমাদের ভাই, আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা। সরকার আসবে, সরকার যাবে। কিন্তু আপনারা দায়িত্বে থাকবেন। আপনাদের কাছ থেকে কোনো অনৈতিক সহযোগিতা চাই না। শুধু সবার জন্য সমানভাবে আইনের প্রয়োগ করবেন—এই নিশ্চয়তা চাই।’

নোমান এ প্রসঙ্গে বলেন, ‘আমার কর্মীদের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করতে প্রতিরাতে তাঁদের বাসায় পুলিশ হানা দিচ্ছে। পুলিশের প্রতি অনুরোধ, আমাকে তালিকা দেন। কেউ আসামি থাকলে তাঁদের নিয়ে আপনাদের কাছে থানায় হাজির হব। দয়া করে ভয়ভীতি দেখিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করবেন না। আমরা আইন মেনে চলব। নির্বাচনী আচরণবিধি মেনে চলব এবং আপনাদের সহযোগিতা করব। আপনারাও আমাদের সহযোগিতা করেন।’

গণসংযোগের সময় নোমান বলেন, ‘আন্দোলনের অংশ হিসেবে ভোটযুদ্ধে অবর্তীণ হয়েছে বিএনপি। দীর্ঘ ১০ বছর ধরে আমরা ভোটাধিকার ও গণতন্ত্রহীন অবস্থায় একটি বৈরী পরিবেশে আছি। গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে।

তিনি বলেন, মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে সারা দেশে হাজার হাজার বিএনপি নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অনেককে গুম ও খুন করা হয়েছে। এই অবস্থার পরিবর্তনের জন্য বিএনপি নির্বাচনে এসেছে। খালেদা জিয়াকে মুক্ত, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার করতে আমরা এই সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। জনগণ আমাদের সঙ্গে আছে।’