প্রাথমিক সমাপনীর ফল ২৪ ডিসেম্বর

ফাইল ছবি
ফাইল ছবি

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৪ ডিসেম্বর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল আজ বুধবার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

গত ১৮ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়ে ২৬ নভেম্বর শেষ হয়। এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৩০ লাখ ৯৬ হাজার ৩৩১ জন। তবে পরীক্ষা শুরুর দিনই অনুপস্থিত ছিল ১ লাখ ৬০ হাজার ১৬৮ পরীক্ষার্থী। এবার বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ দিয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছয়টি বিষয়ের প্রতিটিতে ১০০ নম্বর করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ২৪ ডিসেম্বর প্রকাশ করা হবে বলে জানান ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক।