'রেজা কিবরিয়াকে নির্বাচনের সাধ দেখাইয়া দিব'

আবদুল মজিদ খান
আবদুল মজিদ খান

হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ ও বানিয়াচং) আসনে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী রেজা কিবরিয়াকে নিয়ে কটূক্তি করেছেন। তিনি বলেন, ‘রেজা কিবরিয়াকে নির্বাচন করার সাধ দেখাইয়া দিব।’

আজ বুধবার হবিগঞ্জের বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল মজিদ খান এসব কথা বলেন। তিনি বলেন, ‘রেজা কিবরিয়া কী করে পাস করে, তা দেখে নেব। ওকে নির্বাচন করার সাধ দেখাইয়া দিব।’

বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের অফিসে এ বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়। সেখানে সাংসদ আবদুল মজিদ খান অর্থনীতিবিদ রেজা কিবরিয়াকে নিয়ে নানা কটূক্তি করেন। এ কটূক্তির পর দলের ভেতরেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সভায় উপস্থিত আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী। কিন্তু হবিগঞ্জ-২ আসনের সাংসদ কেন খেপলেন, তা কেউই বুঝে উঠতে পারেননি।’ তবে সভার অনেকেই বিরক্ত হয়েছেন বলে জানান ওই নেতা।

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ রেজা কিবরিয়ার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আড়ালে কথা বলে কাপুরুষেরা। সাহস থাকলে আমার সঙ্গে কথা বলুন, কী কারণে তিনি খেপেছেন।’

সম্প্রতি রেজা কিবরিয়া গণফোরামে যোগ দিয়ে আওয়ামী লীগের আদর্শ নিয়ে কথা বলেন। এক অনুষ্ঠানে সম্প্রতি তিনি বলেন, তাঁর বাবা শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের অভিযোগপত্র মেনে নিতে মামলার বাদী আবদুল মজিদ খান তাঁর মাকে চাপ দেন ও ধমক দিয়ে কথা বলেন। তিনি এ সাহস কোথায় থেকে পান। এ বিষয়ে গত ১৮ নভেম্বর প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

গণফোরামের প্রার্থী হয়ে রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন।