বিএনপির প্রার্থী আশফাককে ছেড়ে দিয়েছে পুলিশ

খন্দকার আবু আশফাক
খন্দকার আবু আশফাক

আটকের চার ঘণ্টার মাথায় ছেড়ে দেওয়া হয়েছে ঢাকা-১ আসনের (দোহার-নবাবগঞ্জ) বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাককে। তবে তাঁর সঙ্গে আটক হওয়া দলটির ১০ নেতা-কর্মীদের ছাড়েনি পুলিশ। পুলিশ বলছে, তাঁদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।

বুধবার বিকেল পাঁচটার দিকে নির্বাচনী গণসংযোগের সময় ১০ নেতা-কর্মীসহ দোহার থানা–পুলিশ আশফাককে আটক করে থানায় নিয়ে যায়। এর মধ্যে রাত নয়টার দিকে পুলিশ আশফাককে ছেড়ে দিলেও ওই নেতা-কর্মীদের আটকে রাখে।

এ ব্যাপারে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, খন্দকার আবু আশফাককে ছেড়ে দেওয়া হয়েছে। আটক বাকি ব্যক্তিরা ভাঙচুরের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

এর আগে বিকেলে আশফাককে আটকের ব্যাপারে ওসির বক্তব্য ছিল , ‘আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ঝামেলা হওয়ার আশঙ্কা ছিল। তাই আশফাকের নিরাপত্তার স্বার্থে তাঁকে থানায় নেওয়া হয়েছে।

তবে এই ব্যাপারে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাকের বক্তব্য পাওয়া যায়নি। একাধিক কল করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।