ঐক্যবদ্ধ দল নিয়ে মাঠে থাকতে চান বিএনপি প্রার্থী

দলের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি না করে ঐক্যবদ্ধ দল নিয়েই নির্বাচনী মাঠে থাকতে চান ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান ওরফে লিটন। ত্রিশালে সংবাদ সম্মেলন করে গত মঙ্গলবার রাতে এ ঘোষণা দেন তিনি।

এদিকে ত্রিশালে বিএনপির প্রার্থী নিয়ে নানা নাটকীয়তার পর মাহবুবুর রহমানকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।

এলাকার কয়েকজন বাসিন্দা ও বিএনপির কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, মাহবুবুর রহমান ও ত্রিশাল উপজেলা পরিষদের পদত্যাগী চেয়ারম্যান জয়নাল আবেদীনকে দলের প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়। চূড়ান্ত মনোনয়নে প্রথমে জয়নাল আবেদীনের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জয়নাল আবেদীনের নাম প্রচারও করা হয়। পরে প্রার্থিতা প্রত্যাহারের আগমুহূর্তে দলের প্রার্থী হিসেবে মাহবুবুর রহমানের নাম ঘোষণা করা হয়। প্রার্থী বদল নিয়ে নির্বাচনী এলাকায় বেশ আলোচনার সৃষ্টি হয়। এতে সাধারণ ভোটারদের কাছে বিএনপির প্রার্থী নিয়ে কিছুটা ধোঁয়াশার সৃষ্টি হয়।

এ ঘটনা নিয়ে মঙ্গলবার রাতে স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন মাহবুবুর রহমান। এ সময় তিনি দাবি করেন, ‘প্রার্থী নিয়ে ভুল-বোঝাবুঝির অবসান হয়েছে। ঐক্যবদ্ধ বিএনপি নিয়েই আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচন করব।’

জানতে চাইলে মাহবুবুর রহমান বুধবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রার্থী ঘোষণা নিয়ে যা হয়েছে, তা আমরা মিটিয়ে নিয়েছি। জয়নাল আবেদীনের সঙ্গে আমি এ ব্যাপারে কথা বলেছি। তিনি নির্বাচনে ঐক্যবদ্ধ বিএনপিতে আছেন।’