হামলা করে হাতপাখার গণজাগরণ বাধাগ্রস্ত করা যাবে না: রেজাউল

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, তাঁর দলের নেতা-কর্মীদের ওপর হামলা, হুমকি-ধমকি দিয়ে হাতপাখা প্রতীকের গণজাগরণকে বাধাগ্রস্ত করা যাবে না। শুক্রবার বরিশাল বিভাগের কয়েকটি পথসভায় তিনি এ কথা বলেন।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা-৩ আসনের প্রার্থী মুজ্জাম্মিল হক, সিরাজগঞ্জ-১ আসনের প্রার্থী মাওলানা আল আমিনসহ আজ বরিশালে ছাত্রনেতাসহ নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। হাতপাখার কর্মীদের থামিয়ে দিতে সরকারদলীয় সন্ত্রাসীরা এসব করছে।

নির্বাচনে সব প্রার্থী যেন প্রচারণায় সমান সুযোগ পায়, সেটা নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব বলে উল্লেখ করে রেজাউল করীম বলেন, মাঠপর্যায়ে সরকারি দল নির্বাচনী প্রচারণায় যেভাবে বাধা দিচ্ছে, তা মেনে নেওয়া যায় না। কিন্তু নির্বাচনী পরিবেশ তৈরি ইসির দায়িত্ব।

ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী সংসদ নির্বাচনে বিজয়ী হলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে পরিবর্তনসহ বেকারত্ব দূর করা হবে বলেও মন্তব্য করেন রেজাউল করীম। বিজ্ঞপ্তি