ধান বিক্রির সাত হাজার টাকা নিয়ে নির্বাচনী মাঠে

হারুন আল বারী
হারুন আল বারী

সংসদ সদস্য পদে যাঁরা নির্বাচনে অংশগ্রহণ করেন, তাঁরা অগাধ টাকা নিয়ে মাঠে নামেন—এমন ধারণা যাঁদের, তাঁদের জন্য ব্যতিক্রম খবর হয়ে এসেছেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী হারুন আল বারী। তিনি নিজের জমির ধান বিক্রির মাত্র সাত হাজার টাকা নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন।

এই টাকায় নির্বাচনী খরচের সংকুলান না হলে হারুন আল বারী শুভানুধ্যায়ীদের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে নির্বাচন করবেন।

হারুন আল বারী একাদশ সংসদ নির্বাচনে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন। তিনি সিপিবির গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক। নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকে তিনি নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছেন।

গতকাল শুক্রবার দুপুরে হারুন আল বারী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পৈতৃক সূত্রে পাওয়া জমি আমার মূল সম্পদ। নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম দিনে নিজের জমির ধান বিক্রি করে সাত হাজার টাকার মতো হাতে এসেছে। গতকাল পর্যন্ত ওই টাকাতেই নির্বাচনী খরচ চলছে। টাকা শেষ হয়ে গেলে শুভানুধ্যায়ীরা সহযোগিতা করবেন বলে আমার বিশ্বাস।’

এই আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ নাজিম উদ্দিন আহমেদ ও বিএনপির প্রার্থী প্রকৌশলী এম ইকবাল হোসেইন।