একাত্তরের পরাজিত শক্তির নেতৃত্বে বিএনপি

ওবায়দুল কাদের। ফাইল ছবি
ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘একাত্তরে আমরা যাদের পরাজিত করেছি, সেই পরাজিত শক্তির এখন নেতৃত্ব দিচ্ছে বিএনপি। বিএনপির মুক্তিযুদ্ধের মুখোশ খসে পড়েছে। তারা যতই মুক্তিযুদ্ধের কথা বলুক, যতই গণতন্ত্রের কথা বলুক, আসলে তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে পৃষ্ঠপোষকতা করছে আর জঙ্গিবাদকে মদদ দিচ্ছে।’

ওবায়দুল কাদের আজ রোববার বেলা ১১টার দিকে তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট এএইচসি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন। উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার বিএনপি সমর্থন করেনি। তারা বিরোধিতা করেছে। কাজেই দেশ আজ স্পষ্টই দুই ধারায় বিভক্ত। সারা দেশে নৌকার পক্ষে গণজোয়ার বইছে। আমি সারা দেশ সফর করেছি। আমার নিজের এলাকাও আমি সফর করেছি। নৌকার পক্ষে এমন অবিস্মরণীয় গণজোয়ার আমি আর কখনো দেখিনি। বিএনপি এখন বুঝতে পেরেছে তারা সংসদ নির্বাচনে হেরে যাবে। হেরে যাওয়ার ভয়ে আজ তারা নির্বাচন বানচালের পাঁয়তারা করছে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের সমালোচনা করে বলেন, ‘তিনি (মওদুদ) এখানে বসে বসে চক্রান্ত করছেন, নদীর ওপার থেকে সন্ত্রাসীদের নিয়ে বাড়িতে গোপন বৈঠক করছেন। অস্ত্র দিয়ে ভোট ডাকাতি করবেন? সেই দিন চলে গেছে। আপনার দিন শেষ। আপনি তো সেই ব্যক্তি যিনি নির্বাচনের দিন ১১টার আগে ভোট শেষ করে ফেলেছেন। এই হলো আপনার ছদ্মবেশী গণতন্ত্র। গণতন্ত্রের জন্য আপনি মায়াকান্না কাঁদেন। বাস্তবে আপনার অন্তরে গণতন্ত্র নেই।’ মওদুদ আহমেদ ২২ বছর ক্ষমতায় থেকেও এলাকার জন্য কোনো কাজ করেননি বলে ওবায়দুল কাদের অভিযোগ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ওবায়দুল কাদের মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, ‘আপনাদের ধারা, বিশ্বাস, আস্থার ঠিকানা শেখ হাসিনার নেতৃত্বাধীন অসাম্প্রদায়িক শক্তি, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ও স্বাধীনতার সপক্ষের শক্তির এ নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই। বিজয় দিবসে আপনাদের শপথ নিতে হবে, ৩০ ডিসেম্বর সাম্প্রদায়িক অশুভ শক্তিকে বঙ্গবন্ধু–কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত করবেন এবং বিজয়ী হবেন। এ অশুভ শক্তিকে প্রতিরোধ করতে আপনারা ঐক্যবদ্ধ হোন।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর নবী চৌধুরী, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম প্রমুখ।