বিএসএফকে মিষ্টি উপহার দিল বিজিবি

মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়। রোববার বেলা ১১টার দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে এই শুভেচ্ছা বিনিময় হয়।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার এ টি এম মোস্তফা ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার সাম্পান্না বিজিবি ও বিএসএফের পক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।

বিজিবির এ টি এম মোস্তফা বলেন, বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে নয় প্যাকেট মিষ্টি উপহার দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় তারাও আমাদের বিজয় দিবসের শুভেচ্ছা জানায়। সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দুই বাহিনী যাতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে পারে, এ জন্য প্রতিবছর পরস্পরের বিভিন্ন উৎসবে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।