দুই নতুন প্রার্থীর নির্বাচনী প্রচারণা জমে উঠেছে

মোজাফফর হোসেন, ওয়ারেছ আলী
মোজাফফর হোসেন, ওয়ারেছ আলী

জামালপুর-৫ (সদর) আসনে নির্বাচনী মাঠে নৌকার প্রার্থী মো. মোজাফফর হোসেনের সঙ্গে ধানের শীষের শাহ মো. ওয়ারেছ আলী মামুনের লড়াই জমে উঠেছে। এবারই প্রথম তাঁরা দুজন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। দুজনই নবীন হওয়ায় ভোটের মাঠে তাঁদের নিয়ে তুমুল আলোচনা চলছে।
ধানের শীষের প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী পৌরসভার দুবারের সাবেক মেয়র হলেও নৌকার প্রার্থী মোজাফফর হোসেন এর আগে কোনো নির্বাচনেই অংশ নেননি। তাঁরা দুজন শহর থেকে গ্রামাঞ্চলে চালিয়ে যাচ্ছেন ব্যাপক প্রচারণা।
এলাকার কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, উন্নয়নকে প্রাধান্য দিয়ে এই আসনের ধারাবাহিকতা রক্ষা করতে চান নৌকার প্রার্থী মো. মোজাফফর হোসেন। আর দীর্ঘদিন ধরে হারানো এ আসনটি পুনরুদ্ধারে মরিয়া ধানের শীষের প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী।
দুজনই তরুণ ভোটারদের প্রাধান্য দিয়ে নানা  উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত দুই প্রার্থীর সমর্থকেরা প্রতিটি গ্রামে নানা উন্নয়নমূলক কথা বলে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, বিগত দিনগুলোয় মানুষ শান্তিপূর্ণভাবে তাঁদের ভোট দিতে পারেননি। এবার তাঁরা নিজের ভোট নিজে দিতে চান। এতে ইসির সব ধরনের সহযোগিতাও চেয়েছেন ভোটাররা। ইসির সদিচ্ছার ওপর নির্ভর করছে
শান্তিপূর্ণ পরিবেশ। এখানে ইসির ভূমিকা সবচেয়ে মুখ্য বিষয়। ইসির পক্ষ থেকে সেই ধরনের কোনো ভূমিকা পালনের লক্ষ্য দেখা যাচ্ছে না বলে তাঁরা জানান।
শাহ মো. ওয়ারেছ আলী প্রথম আলোকে বলেন, ‘এবারই আমার প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া। তবে এর আগে আমি পৌরসভার  দুবারের সফল মেয়র ছিলাম। এ আসনের জনগণের সঙ্গে অনেক আগে থেকেই আমার সম্পর্ক রয়েছে। ফলে মাঠে ব্যাপক সাড়া পাচ্ছি।’
মোজাফফর হোসেন বলেন, ‘আমি একজন নতুন প্রার্থী হিসেবে সব এলাকায় ব্যাপক সাড়া পাচ্ছি। এ আসনে অনেক উন্নয়ন আগেই হয়েছে। তারপরও ভোটারদের কাছ থেকে তাঁদের সমস্যার কথা শুনে সেগুলো পূরণের প্রতিশ্রুতি দিচ্ছি।’