পরিচিতি কম, প্রচারে এগিয়ে

ঢাকা–১৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হেমায়েতুল্লাহ কাসেমীর প্রচার মিছিল। গতকাল বিকেলে মিরপুরের ৬০ ফুট সড়কে।  ছবি: প্রথম আলো
ঢাকা–১৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হেমায়েতুল্লাহ কাসেমীর প্রচার মিছিল। গতকাল বিকেলে মিরপুরের ৬০ ফুট সড়কে। ছবি: প্রথম আলো

ছোট দল। এলাকায় প্রার্থীর পরিচিতিও অল্প। কিন্তু দল ও প্রার্থীকে ঘিরে কর্মী-সমর্থকদের উৎসাহ–উদ্দীপনার কমতি নেই। প্রার্থীকে নিয়ে দিনরাত ক্লান্তিহীনভাবে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা ও ভোট প্রার্থনা নজর কেড়েছে সবার। গতকাল ঢাকা-১৫ ও ১৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসংযোগে এ চিত্র দেখা গেছে।

 গতকাল বুধবার ঢাকা-১৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হেমায়েতুল্লাহ কাসেমী বেলা ১১টায় পীরেরবাগ পাকার মাথা থেকে জনসংযোগ শুরু করেন। দক্ষিণ পীরেরবাগ, উত্তর পীরেরবাগ, ৬০ ফুট সড়কের দুই পাশের দোকানপাট, ছাপরা মসজিদ, ছাত্তার কমিশনারের গলি এলাকাতে ভোটারদের কাছে হাতপাখা প্রতীকের ভোট চান তিনি। এ সময় একদল কর্মীকে লিফলেট বিতরণ করতে দেখা যায়। কারও কারও হাতে ছিল দলের প্রতীক হাতপাখার বড় বড় রেপলিকা। আর একদল কর্মী হাতমাইকে, ‘শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই’, ‘হাতপাখা প্রতীকে ভোট চাই’, ‘দুর্নীতি–দুঃশাসন রুখতে হাতপাখা প্রতীকে ভোট চাই’—এমন স্লোগানে এলাকা মুখর করে তোলেন। কথা হয়, ইসলামী আন্দোলনের কর্মী ক্ষুদ্র ব্যবসায়ী রবিউল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ঢাকা শহরের ক্ষুদ্র ব্যবসায়ী ও ভাসমান হকারদের মধ্যে চরমোনাই পীরের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এ আসনে এ রকম ভোটারের সংখ্যা বেশি। তাই আশা করছি, ঢাকা-১৫ তে আমরা ভালো ভোট পাব।’

কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রার্থীর লিফলেট–প্রচারণা থেকে নির্বাচনের যাবতীয় খরচ তাঁরাই জোগাচ্ছেন। নিছক জয়-পরাজয় নয়, ইসলামি আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তাঁরা আন্দোলন করছেন।

ছাপরা মসজিদ কাঁচাবাজার এলাকায় গণসংযোগের সময় কথা হয় প্রার্থী হেমায়েতুল্লাহ কাসেমীর সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘ভোটারদের কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছি। নির্বাচনী প্রচার–প্রচারণায় এখন পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হইনি। কর্মী ও সমর্থকেরা নিরলসভাবে পরিশ্রম করছে। ইতিমধ্যে তা ভোটারদের নজর কাড়তে সক্ষম হয়েছে।’

ঢাকা-১৫ আসনের একাধিক সাধারণ ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রার্থীর ব্যক্তিগত পরিচিতি না থাকলেও প্রচার–প্রচারণায় আওয়ামী লীগের প্রার্থীর পরপরই ইসলামী আন্দোলনের প্রার্থীর অবস্থান। পাড়া-মহল্লা থেকে মূল সড়ক প্রায় সব জায়গাতেই হাতপাখা প্রতীকের পোস্টার চোখে পড়েছে। এ প্রসঙ্গে উত্তর পীরেরবাগের স্থায়ী বাসিন্দা শামসুল হক বলেন, ‘এখন পর্যন্ত যা বুঝছি নৌকা ও ধানের শীষের মধ্যেই ভোটের মূল লড়াই হবে। কিন্তু ধানের শীষের প্রচারণা চোখে পড়েনি। প্রচারণায় নৌকার পরপরই হাতপাখার অবস্থান।’

বিকেল সাড়ে চারটায় ৬০ ফুট সড়কের পাকার মাথা মসজিদের সামনে থেকে হাতপাখা প্রতীকের একটা প্রচার মিছিল বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রচার মিছিলটি মিরপুর-১০ ফলপট্টিতে গিয়ে শেষ হয়। এর মধ্য দিয়ে ঢাকা-১৫ আসনে গতকালের নির্বাচনী জনসংযোগ শেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এদিকে ঢাকা-১৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা ছিদ্দিকুর রহমান কর্মী–সমর্থকদের নিয়ে মিরপুর-৭ নম্বর সেকশনের মিল্ক ভিটার মোড় থেকে দিনের প্রচারণা শুরু করেন। এ সময় তিনি বর্ধিত পল্লবী, পল্লবী, মিরপুর-১১ নম্বর, দুয়ারীপাড়া, ইস্টার্ন হাউজিং হয়ে আবার মিল্ক ভিটা মোড়ে এসে গণসংযোগ শেষ করেন।