'সাংবাদিক' সেজে

‘আমি ঢাকার অমুক পত্রিকার সাংবাদিক। আপনাদের এলাকার ভোটের সঠিক সংবাদ পত্রিকায় ছাপাতে চাই। তাই একটু কথা বলব আপনার সঙ্গে।’ বগুড়া-২ আসনের সাধারণ ভোটাররা এ রকম লোকের দেখা এখন হরহামেশাই পাচ্ছেন। ‘আপনি বা আপনারা কাকে ভোট দিচ্ছেন?’, ‘এলাকায় কোন প্রতীকের ভোট বেশি?’—সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ ভোটারদের এ রকম প্রশ্ন করছেন অনেকেই। এদের কেউ নেহাতই উৎসাহী মানুষ, নয়তো বিভিন্ন প্রার্থীর কর্মী। পত্রিকার ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে তাঁরা ভোটের হিসাব জানতে চাইছেন। এ রকম একজনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সাংবাদিক পরিচয় দিলে ভোটাররা মোটামুটি সঠিক তথ্য দেন।’