সাইকেলে সাংসদের নির্বাচনী প্রচার

সাইকেলে চড়ে ব্যতিক্রমী নির্বাচনী প্রচারে নেমেছেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সাংসদ আওয়ামী লীগ–মনোনীত প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরী। ওই আসনের নতুন ভোটারদের সঙ্গে নিয়েছেন। সাইকেল শোভাযাত্রায় খালিদ মাহমুদ চৌধুরী মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা, যৌতুক, বাল্যবিবাহ, মাদকের বিরুদ্ধে যুদ্ধ এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে প্রচার চালাচ্ছেন।

আজ শনিবার সকালে বিরলে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এই সাইকেল শোভাযাত্রা হয়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ ইমতিয়াজ জানান, ২০ কিলোমিটারের এই সাইকেল শোভাযাত্রায় নতুন তরুণ ভোটাররা অংশ নেন। সকাল সাড়ে আটটায় বিরল ডিগ্রি কলেজ বড় মাঠ থেকে শুরু হয়ে কাঞ্চন মোড়, ধুকুড়ঝাড়ি হয়ে আবারও বিরলে কলেজ মাঠে গিয়ে শেষ হয় এ শোভাযাত্রা। এর মাধ্যমে তরুণ সমাজের মধ্যে নৌকা মার্কার জোয়ার এসেছে বলে তিনি দাবি করেন।

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সাংসদ আওয়ামী লীগ–মনোনীত প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরী তরুণ ভোটারদের নিয়ে সাইকেল শোভাযাত্রা করেন। ছবি: প্রথম আলো
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সাংসদ আওয়ামী লীগ–মনোনীত প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরী তরুণ ভোটারদের নিয়ে সাইকেল শোভাযাত্রা করেন। ছবি: প্রথম আলো

সরেজমিনে দেখা গেছে, ব্যতিক্রমী এ সাইকেল শোভাযাত্রা দেখতে কৌতূহলী লোকজন দাঁড়িয়ে আছেন। সবাই হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন।

শোভাযাত্রায় অংশগ্রহণকারী শিক্ষার্থী সাকিলা পারভীন জানান, এবার তিনি প্রথম ভোট দেবেন। যৌতুক, মাদক, নারী-পুরুষের সম–অধিকার নিয়ে সচেতনতা বৃদ্ধিতে নতুন ভোটারদের নিয়ে ব্যতিক্রমী এ প্রচার তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নতুন ভোটার হয়ে এ ধরনের কার্যক্রমে অংশ নিতে পেরে তাঁর ভালো লাগছে।

সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, তরুণেরাই ভবিষ্যৎ। যুবসমাজ রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। মাদকের বিরুদ্ধে সেই যুদ্ধে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে তরুণেরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। সাইকেল শোভাযাত্রার মাধ্যমে নতুন ভোটাররা মুক্তিযুদ্ধের পক্ষের মার্কা নৌকায় ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।