নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বরাদ্দ ৩৯৪ কোটি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য প্রায় ৩৯৪ কোটি টাকা বাজেট বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার বিকেলে ইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশন জানায়, সশস্ত্র বাহিনীর জন্য ৬০ কোটি ৩৭ লাখ, পুলিশের জন্য ১০২ কোটি ২৬ লাখ, বিজিবির জন্য ৫৩ কোটি ৬১ লাখ, আনসারের জন্য ১৬৩ কোটি ১১ লাখ, র‌্যাবের জন্য ১৩ কোটি ৫১ লাখ, কোস্টগার্ডের জন্য ১ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে এসব বাহিনীর জন্য মোট ৩৯৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।

এর আগে একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ৯৩২ কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছিল। আর ইসি ৪০০ কোটি টাকার মধ্যে বরাদ্দ দিতে আশ্বাস দিয়েছিল।

এ বিষয়ে গত ১০ ডিসেম্বর ইসি সচিবালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো থেকে যে চাহিদা জানানো হয়েছে, তা কোনোভাবেই দেওয়া সম্ভব হবে না। তাদের চাহিদা কাটছাঁট করে ৪০০ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর দেশব্যাপী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।