এ নির্বাচন জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির প্রতিনিধিদের নেতৃত্ব দেন। ফাইল ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির প্রতিনিধিদের নেতৃত্ব দেন। ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এবারের নির্বাচন গণতন্ত্রকে বাঁচানোর নির্বাচন। এই নির্বাচনই আমাদের দেশের জন্য, জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই সংসদ নির্বাচনে আগামী পাঁচ বছর এবং তারও পরে আমরা কি একদলীয় শাসনের অধীনে থাকব, নাকি আমরা গণতন্ত্রে থাকব; আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব কি অক্ষুণ্ন থাকবে, নাকি আমরা পরাধীন জাতিতে পরিণত হব, তা নির্ধারণ করবে।’

আজ রোববার সন্ধ্যা সোয়া সাতটায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা শহরের দেবদারুতলায় পঞ্চগড়-২ আসনের ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদের নির্বাচনী পথসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা ১৯৭১ সালে যুদ্ধ করেছিলাম গণতন্ত্রের জন্য। আমরা তো এই অবস্থার জন্য যুদ্ধ করি নাই যে আমাদের কথা বলতে দেওয়া হবে না, মিটিং করতে দেওয়া হবে না, আমাদের মঞ্চ ভেঙে দেওয়া হবে। মগের মুল্লুক, বাপের জমিদারি?’

আওয়ামী লীগের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ওরা অনেক কলাকৌশল করতেছে, চক্রান্ত করতেছে এই ধানের শীষের উত্তাল তরঙ্গ ঠেকানোর জন্য। ইনশা আল্লাহ ৩০ তারিখে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ পরাজয় মানতে চায় না, হারতে চায় না। কিন্তু এইবার নৌকাকে ৩০ হাত পানির নিচে ডুবানো হবে। আজকে আওয়ামী লীগ আমাদের গণতন্ত্রবিহীন করতে চায়, ওরা একদলীয় শাসনব্যবস্থা আনতে চায়, এক ব্যক্তির শাসন আনতে চায়। ওরা দীর্ঘকাল ধরে আমাদের ওপর অত্যাচার-নির্যাতন করেছে। বিনা ভোটে ২০১৪ সালে নির্বাচিত হয়েছে। ভোট হয় নাই, নিজেরা ঘোষণা করেছে তারা সরকার। ৫ শতাংশ ভোট পড়ল না আর তারা নির্বাচিত হলো? ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ভোটকেন্দ্রে কুকুর ছাড়া আর কিছুই ছিল না।’

মির্জা ফখরুল বলেন, ‘গতবারের অত্যাচার দেখে মানুষ বলে, “আগে জানলে তোর ভাঙা নৌকায় আর উঠতাম না।” ওরা মিথ্যা কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করতে পিছপা হয় না। আওয়ামী লীগ ১০ টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলে এখন চালের কেজি ৪০ টাকা। এখন ৩০০ টাকার সার ১২০০ টাকা।’ তিনি আরও বলেন, ‘ওরা বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে। এখন চাকরির পরিবর্তে ঘরে ঘরে হামলা আর মামলা দিয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সরকার গঠন করলে যুবকদের সবার জন্য চাকরির ব্যবস্থা করব। কলকারখানা করব। যত দিন চাকরির ব্যবস্থা করতে পারব না, বেকারদের বেকার ভাতার ব্যবস্থা করব। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ভাইদের বিভিন্ন সমস্যা সমাধানে তাদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন করা হবে।’

ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের একটি ভোট অন্ধকার কারাগারে থাকা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবে, আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেশে ফিরতে সহযোগিতা করবে। আপনাদের ভোটেই এই দেশে গণতন্ত্রের মুক্তি হবে।’

দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবু তোরাব সরকারের সভাপতিত্বে পথসভায় অন্যান্যের মধ্যে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের বিএনপি–মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরহাদ হোসেন আজাদসহ বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।