নৌকায় ভোট চাওয়া বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানের পক্ষে ভোট চাওয়ায় ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি মনিরুল আলম ওরফে সেন্টু চেয়ারম্যানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে বিএনপির সহ–দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য মনিরুল আলমকে দল থেকে বহিষ্কার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনিরুল আলমের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার পঞ্চবটীতে নির্বাচনী সভায় শামীম ওসমানের পক্ষে ভোট চান ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি মনিরুল আলম।

জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মামুন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গত শনিবার নারায়ণগঞ্জ সদর উপজেলার পঞ্চবটীতে নির্বাচনী সভায় যোগ দিয়ে ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি মনিরুল আলম শামীম ওসমানের পক্ষে ভোট চান। এই ঘটনার পর বিএনপির নেতা–কর্মীরা তাঁকে দল থেকে বহিষ্কারের দাবি জানান। এ নিয়ে গতকাল প্রথম আলোর ৭ নম্বর পাতায় ‘নৌকায় ভোট চাইলেন বিএনপি নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।