ঢাবি এলাকায় এজেন্ট নিয়োগ নিয়ে শঙ্কায় বিএনপি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি এক দিন। ইতিমধ্যেই দলগুলোর প্রচারণার সময়সীমা শেষ হয়েছে৷ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এখনো চূড়ান্ত হয়নি ধানের শীষের প্রার্থীর এজেন্ট। বরং পোলিং এজেন্ট নিয়োগ নিয়ে অনিশ্চয়তা ও শঙ্কায় রয়েছে বিএনপি৷ অন্যদিকে আসনটিতে মহাজোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের এজেন্ট চূড়ান্ত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় অংশটিই ঢাকা-৮ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগরের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত নগরের ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষে লড়ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস৷ আসনটিতে জাতীয় পার্টি, বাসদ ও ইসলামী আন্দোলনসহ মোট ১৪টি দলের প্রার্থী আছেন। স্থানীয়রা বলছেন, এতগুলো দলের প্রার্থী থাকলেও মূলত নৌকা আর ধানের শীষের মধ্যেই লড়াই হবে এ আসনে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোট ৮টি কেন্দ্রে ৩৯টি ভোটকেন্দ্র থাকবে৷ এর মধ্যে ঢাকা-৮ আসনের জন্য ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে তিনটি, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একটি ও সায়েন্স অ্যানেক্স ভবনে একটি ও কার্জন হল এলাকায় তিনটি কেন্দ্র রয়েছে। এর মধ্যে কার্জন হল ছাড়া সবগুলো কেন্দ্রই ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।

২১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কার্যক্রমের সমন্বয়ক আসাদুজ্জামান আসাদ প্রথম আলোকে বলেন, ৩৯টি বুথের সবগুলোতেই পোলিং এজেন্ট চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, এই আসনে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেলের মতো দেশসেরা প্রতিষ্ঠানগুলো অবস্থিত৷ আসনটিতে সচেতন মানুষ বেশি, প্রগতিশীল ভাবধারার জোয়ারও এখানে বেশি৷ সব মিলিয়ে আমরা আশাবাদী, এখানে নৌকাই জিতবে৷

অন্যদিকে পোলিং এজেন্ট নিয়োগ নিয়ে এখনো অনিশ্চয়তায় রয়েছে স্থানীয় বিএনপি৷ তাদের অভিযোগ, গ্রেপ্তার-আতঙ্ক থাকায় পোলিং এজেন্ট চূড়ান্ত করতে পারেনি দলটি৷

শাহবাগ থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মিন্টু প্রথম আলোকে বলেন, ‘আমাদের পোলিং এজেন্ট যাঁরা হবেন, তাঁদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে৷ যাঁরা বাইরে আছেন, গ্রেপ্তার-আতঙ্কে তারা কেন্দ্রে যেতে চান কি না, সেটা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে৷’ মিন্টু বলেন, ‘পাবলিকের একটাই প্রশ্ন, তারা ভোট দিতে যেতে পারবেন কি না৷ এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারিনি ৷ তবে নির্বাচন যদি সুষ্ঠু হয়, তবে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী৷’

স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, পুলিশ প্রশাসনের সহায়তায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্যদের বাধায় তারা প্রচারণা চালাতে পারেননি৷ প্রচারণার সময়সীমা শেষ হলেও তাদের ওপর পুলিশের গ্রেপ্তার-অভিযান চলছে৷ আর সেই জন্যই তারা এখনো পোলিং এজেন্ট চূড়ান্ত করতে পারেননি৷

ঢাকা-৮ আসনে এবার মোট ভোটার দুই লাখ ৬৪ হাজার ৮৯৩৷ ২১ নম্বর ওয়ার্ডে ভোটার আছেন ১৯ হাজার ১৯৪ জন৷