পটুয়াখালী সদরের কেন্দ্রে বিএনপির এজেন্ট নেই

পটুয়াখালী পৌর এলাকার পশ্চিম কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল পৌনে নয়টার দিকে ভোটারদের দীর্ঘ সারি। পৌর এলাকা, পটুয়াখালী, ৩০ ডিসেম্বর। ছবি: শংকর দাস
পটুয়াখালী পৌর এলাকার পশ্চিম কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল পৌনে নয়টার দিকে ভোটারদের দীর্ঘ সারি। পৌর এলাকা, পটুয়াখালী, ৩০ ডিসেম্বর। ছবি: শংকর দাস

পটুয়াখালী সদরের ভোট কেন্দ্রগুলোতে বিএনপির কোনো এজেন্ট নেই। সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা বলছেন, দলটির পক্ষ থেকে কোনো এজেন্ট দেওয়া হয়নি। 

আজ রোববার সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত সাতটি কেন্দ্র ঘুরে এই চিত্র পাওয়া গেছে। কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল মোটামুটি।
পশ্চিম কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো, সানোয়ার হোসেন সকাল সাড়ে আটটায় প্রথম আলোকে বলেন, বিএনপি আগের দিন জানিয়েছিল যে তারা এজেন্ট দেবে। সকালে তাদের দুজন এলেও এখন নেই।
এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনায় খবর পাওয়া যায়নি।