পুরান ঢাকায় বই উৎসব

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বই উৎসব। ওয়ারী, পুরান ঢাকা, ১ জানুয়ারি। ছবি: প্রথম আলো
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বই উৎসব। ওয়ারী, পুরান ঢাকা, ১ জানুয়ারি। ছবি: প্রথম আলো

পুরান ঢাকার ওয়ারীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বই উৎসব করেছে সূত্রাপুর থানা শিক্ষা অফিসার। মঙ্গলবার দুপুরে ওয়ারীর নারিন্দা সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে এ উৎসব করা হয়।

উৎসবের শুরু প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হাসান। তিনি বলেন, ‘আগে পুরোনো বই দিয়ে নতুন ক্লাসের যাত্রা শুরু হতো। এর তিন থেকে চার মাস পর নতুন বই হাতে পেত শিক্ষার্থীরা। এখন বছরের প্রথম দিন বিনা মূল্যে বই দিচ্ছে সরকার। এতে শিক্ষার্থীরা অনেক খুশি। পড়াশোনার মানও আগের চেয়ে ভালো। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির নেতৃত্ব দিতে হবে।’ এ সময় তিনি একে একে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই তুলে দেন। খুদে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে উল্লাস করে।

বই উৎসব অনুষ্ঠানে সূত্রাপুর থানা শিক্ষা অফিসার জামিলা আক্তার, এ থানার সাবেক শিক্ষা অফিসার মইনুল হোসেন, নারিন্দা সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি তাহেরা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন। তা ছাড়া এ উৎসবে হাজি গোলাম মাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়ারী বালিকা সরকারি উচ্চবিদ্যালয়, মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভজহরি সাহা স্ট্রিট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।