কৃষক হত্যায় ভ্রাতৃবধূ ও ভাতিজার যাবজ্জীবন

মেহেরপুরের গাংনীর মোহাম্মদপুর গ্রামে কৃষক গিয়াস উদ্দীন হত্যা মামলায় তাঁর ছোট ভাই ছৈয়ফতুল্লাহকে (৬২) আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ছৈয়ফতুল্লাহর স্ত্রী মর্জিনা খাতুন (৫২) ও তাঁর ছেলে এহসানুল হক বাবুকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে জেলা জজ আদালতের বিচারক গাজী রহমান এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৮ এপ্রিল পারিবারিক কলহের জেরে বড় ভাই গিয়াস ও ছোট ভাই ছৈয়ফতুল্লাহর মধ্যে ঝামেলা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে গিয়াস খুন হন। এ ঘটনায় ৯ এপ্রিল নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে ছৈয়ফতুল্লাহ, মর্জিনা খাতুন ও এহসানুল হক বাবুকে আসামি করে গাংনী থানায় একটি হত্যা মামলা করেন।