কেরানীগঞ্জে পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসব শুক্রবার

কেরানীগঞ্জ উপজেলায় পুষ্টি–প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। সকাল সাড়ে নয়টায় কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে। স্কুল বিতর্ক উৎসব ও কুইজ প্রতিযোগিতায় কেরানীগঞ্জ উপজেলা থেকে ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে।

বিতর্ক উৎসবে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে জিনজিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজ, বরিশুর আঞ্চলিক উচ্চমাধ্যমিক বিদ্যালয়, তেঘরিয়া উচ্চবিদ্যালয়, জিনজিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, চুনকুটিয়া বালিকা উচ্চবিদ্যালয়, কলাতিয়া উচ্চবিদ্যালয়, দোলেশ্বর আদর্শ উচ্চবিদ্যালয়, শাক্তা সরকারি উচ্চবিদ্যালয়, তালেপুর আদর্শ উচ্চবিদ্যালয়, আয়মনা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়, মিডৌ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, পারজোয়ার কালিন্দী বহুমুখী উচ্চবিদ্যালয়, রাজাবাড়ী স্কুল অ্যান্ড কলেজ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ উচ্চবিদ্যালয়, অ্যালবার্ট ক্রস স্কুল অ্যান্ড কলেজ, নতুন বাক্তারচর স্কুল অ্যান্ড কলেজ।

দেশের ৪০টি অঞ্চলে বিতর্ক উৎসব হচ্ছে। এরই মধ্য অনেক অঞ্চলে বিতর্ক উৎসব শেষ হয়েছে। প্রতি জেলায় চ্যাম্পিয়ন বিতর্ক দল ঢাকায় জাতীয় স্কুল বিতর্ক উৎসবে অংশ নেবে। আঞ্চলিক পর্ব শেষে রাজধানী ঢাকায় আয়োজন করা হবে চূড়ান্ত পর্বের। বিতর্ক উৎসবকে সামনে রেখে ঢাকায় কর্মশালার আয়োজন করা হয়।