বগুড়ায় গণিত উৎসব শুরু

বগুড়ার সরকারি বালিক্য বিদ্যালয়ের মাঠে গণিত উৎসবে অংশ নিতে আসা শিক্ষার্থীরা। ছবি: সোয়েল রানা
বগুড়ার সরকারি বালিক্য বিদ্যালয়ের মাঠে গণিত উৎসবে অংশ নিতে আসা শিক্ষার্থীরা। ছবি: সোয়েল রানা

উত্তরাঞ্চলের জেলা বগুড়ায় ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে বগুড়া শহরের সরকারি বালিকা বিদ্যালয়ে গণিত উৎসব শুরু হয়।

সকাল ১০টায় গণিত উৎসবের উদ্বোধন করেন বগুড়া জেলা বন্ধুসভার সভাপতি ফারুক আহমেদ।

গণিত উৎসবে আসছে শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো
গণিত উৎসবে আসছে শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো

আজকের উৎসবে এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। সরকারি বালিকা বিদ্যালয়ের ১৮ টি কক্ষে পরীক্ষা হচ্ছে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে। আজ পরীক্ষা শুরু হওয়ার ঘণ্টাখানেক আগে থেকেই অভিভাবকদের নিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়। ছুটির দিনটিতে শিক্ষার্থীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

কোন কক্ষে আসন পড়েছে, দেখে নিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো
কোন কক্ষে আসন পড়েছে, দেখে নিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো

গণিত উৎসবের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বন্ধুসভা বগুড়া জেলা শাখার সহসভাপতি জিয়াউল ইসলাম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক খায়রুল আলম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ, প্রথম আলোর সার্কুলেশন বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আখতারুজ্জামান সরকার, বন্ধুসভার সাধারণ সম্পাদক সুমাইয়া জেরিন প্রমুখ।