প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা, ১৪ জানুয়ারি। ছবি: প্রথম আলো
গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা, ১৪ জানুয়ারি। ছবি: প্রথম আলো

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন প্রথম বিদেশ সফরে ভারত যাবেন। চূড়ান্ত সফরসূচি ঠিকঠাক না হলেও খুব শিগগির তাঁর নয়াদিল্লি যাওয়ার কথা। প্রথম বিদেশ সফরে কোথায় যাচ্ছেন? গণমাধ্যমকর্মীদের এ প্রশ্নের জবাবে নতুন পররাষ্ট্রমন্ত্রী তাঁর দপ্তরে আজ সোমবার বিকেলে এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ‘দায়িত্ব গ্রহণের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আমাকে প্রথম অভিনন্দন জানিয়েছেন। তা ছাড়া নিকট প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত উষ্ণ সম্পর্ক রয়েছে। তাই প্রথম বিদেশ সফরে নয়াদিল্লি যাব। ’

প্রথম দ্বিপক্ষীয় সফরে কখন ভারত যাবেন? জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী জানান, সফরের সময়সূচি এখন ঠিকঠাক হয়নি। তবে খুব শিগগির যাবেন ভারতে।

তবে ঢাকা ও দিল্লির কূটনীতিক সূত্রগুলো আভাস দিয়েছে, ফেব্রুয়ারিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরের আয়োজন চলছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় আবদুল মোমেনকে শুভেচ্ছাবার্তা পাঠান।