সালমানের সংবর্ধনা অনুষ্ঠানে সাকিব

সালমান এফ রহমান ও সাকিব আল হাসান।
সালমান এফ রহমান ও সাকিব আল হাসান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে (দোহার-নবাবগঞ্জ) বিজয়ী সালমান এফ রহমানকে সংবর্ধনা দিয়েছেন দোহার উপজেলা আওয়ামী লীগের নেতা–কর্মীরা। গতকাল মঙ্গলবার দোহারের জয়পাড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনায় অংশ নেওয়া ব্যক্তিদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের উপস্থিতি।

সাকিব আল হাসান আসছেন এমন সংবাদে গতকাল দুপুর থেকেই ওই বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকেন তাঁর ভক্তরা। বিকেল চারটায় সালমান এফ রহমানের সঙ্গে যখন হেলিকপ্টারে করে সাকিব দোহারে অবতরণ করেন, তখন করতালি দিয়ে তাঁকে বরণ করা হয়। তাঁর সঙ্গে ছিলেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন।

সাকিবকে একনজর দেখতে আসা নবাবগঞ্জের নয়নশ্রীর আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘আমি রাজনৈতিক অনুষ্ঠানে আসি না। তবে সোমবার রাতে যখন জানতে পারলাম নতুন সংসদ সদস্যের সঙ্গে সাকিব আসছে তখন থেকেই অপেক্ষায় আছি, কখন তাঁকে একনজর দেখব। দুপুরের মধ্যেই জয়পাড়া এসেছি।’

অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেন, ‘আপনাদের কাছে আসতে পেরে আমার ভালো লাগছে। এটা ঢাকা-১ আসন। বিপিএল–এ আমরা ঢাকা ডায়নামাইটস এখন ১ নম্বরে আছি। দোয়া করবেন যেন আমরা এক নম্বরেই থাকতে পারি এবং এবার যেন ট্রফিটা নিতে পারি। ট্রফিটা নিয়ে আমরা যেন এখানে আবার আসতে পারি।’

এ সময় সালমান এফ রহমান বলেন, ‘আমি দোহার ও নবাবগঞ্জের সবার এমপি। যাঁরা আমাকে ভোট দিয়েছেন আমি তাঁদের এমপি, আবার যাঁরা আমাকে ভোট দেননি তাঁদেরও এমপি। দোহার ও নবাবগঞ্জবাসী যেকোনো সমস্যা আমাকে জানাবেন, আমি সমাধানের চেষ্টা করব।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন প্রমুখ।