নড়াইলে 'বন্দুকযুদ্ধে' রোমিও নিহত

নড়াইলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে নড়াইল সদর উপজেলার কাড়ারবিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রুম্মান হোসেন ওরফে রোমিও (২৬)। পুলিশের দাবি, রুম্মান তালিকাভুক্ত সন্ত্রাসী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন বলেন, কাড়ারবিলে একদল সন্ত্রাসী জড়ো হয়েছে—এ কথা জানতে পেরে পুলিশ সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। বন্দুকযুদ্ধের একপর্যায়ে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধে পুলিশ কনস্টেবল সোহাগ হোসেন ও নাজমুল হোসেন আহত হন। তাঁদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রোমিও সদর উপজেলার মধুরগাতি গ্রামের বাসিন্দা।

ওসি মো. ইলিয়াস হোসেন বলেন, রুম্মান পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তাঁর নামে খুন ডাকাতিসহ নড়াইল, যশোর ও অভয়নগর থানায় ১৩টি মামলা আছে।