মার্চের মধ্যে ডাকসু নির্বাচন চায় ছাত্রলীগ

দ্রুত ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ১৪ দফা দাবিতে ছাত্রলীগের মিছিল-পরবর্তী সমাবেশ। অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৬ জানুয়ারি। ছবি: প্রথম আলো
দ্রুত ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ১৪ দফা দাবিতে ছাত্রলীগের মিছিল-পরবর্তী সমাবেশ। অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৬ জানুয়ারি। ছবি: প্রথম আলো

গায়ের জোর দিয়ে নয়, রাজনীতি হবে ভালোবাসা দিয়ে। ডাকসু নির্বাচন সামনে রেখে এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। দ্রুত ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ১৪ দফা দাবিতে আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল-সমাবেশ করে ছাত্রলীগ।

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় নেতারাও অংশ নেন। অপরাজেয় বাংলার পাদদেশে মিছিল-পরবর্তী সমাবেশে শোভন বলেন, ‘আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে ডাকসুর মাধ্যমে মেধাবী নেতৃত্ব সৃষ্টি করতে হবে। আগামী মার্চের মধ্যে আমরা ডাকসু নির্বাচন চাই। গায়ের জোর দিয়ে নয়, রাজনীতি হবে ভালোবাসা দিয়ে।’

ছাত্রলীগ সভাপতি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সবচেয়ে বড় কষ্টটা হচ্ছে ঘুমোতে গেলে ছারপোকার কামড় খেতে হয়। তা ছাড়া, ক্যানটিনের খাবারের মান খারাপ। ডাকসু নির্বাচন হলে আর কিছু না হোক, এই দুইটা জায়গায় অন্তত উন্নতি হবে।’

সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা তাদের কথাগুলো বলার জন্য একটি প্ল্যাটফর্ম খুঁজছে।... ডাকসু নির্বাচনের পরে সারা বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন চাই৷’

সমাবেশে অন্যদের মধ্যে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বক্তব্য দেন।