হিমদেশে উষ্ণ হোক প্রাণ

>জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনের ‘হিম উৎসব’। নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা জাবি ক্যাম্পাসে প্রতিবছর এই ব্যতিক্রমধর্মী উৎসবের আয়োজন করা হয়। শীতকালকে কেন্দ্র করে সামাজিক সংগঠন ‘পরম্পরায় আমরা’ এই উৎসবের আয়োজন করেছে। উৎসবে থাকছে লোকজ নৃত্য, নাটক, সাপখেলা, লাঠিখেলা এবং বিভিন্ন ঘরানার সংগীত, চিত্রকর্ম ও আলোকচিত্র প্রদর্শনী। ছবিগুলো ১৭ জানুয়ারির।
উৎসবের এবারের স্লোগান ‘হিমদেশে উষ্ণ হোক প্রাণ’।
উৎসবের এবারের স্লোগান ‘হিমদেশে উষ্ণ হোক প্রাণ’।
নৌকার আদলে তৈরি দোলনায় দর্শনার্থীরা।
নৌকার আদলে তৈরি দোলনায় দর্শনার্থীরা।
সাপের খেলা দেখাচ্ছেন এক সাপুড়ে।
সাপের খেলা দেখাচ্ছেন এক সাপুড়ে।
চলছে ঐতিহ্যবাহী লাঠিখেলা।
চলছে ঐতিহ্যবাহী লাঠিখেলা।
সন্ধ্যায় প্রদর্শিত হয় সং-নাটক। সেই নাটকের একটি দৃশ্য।
সন্ধ্যায় প্রদর্শিত হয় সং-নাটক। সেই নাটকের একটি দৃশ্য।