চেতনা পরিষদের শীতবস্ত্র বিতরণ, মানবতার দেয়াল উদ্বোধন

ছিন্নমূল, সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের মধ্যে স্বেচ্ছাসেবী সংগঠন চেতনা পরিষদের পক্ষ থেকে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কারওয়ান বাজার, ঢাকা, ১৮ জানুয়ারি। ছবি: প্রেস বিজ্ঞপ্তি
ছিন্নমূল, সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের মধ্যে স্বেচ্ছাসেবী সংগঠন চেতনা পরিষদের পক্ষ থেকে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কারওয়ান বাজার, ঢাকা, ১৮ জানুয়ারি। ছবি: প্রেস বিজ্ঞপ্তি

কারওয়ান বাজার এলাকায় গত শুক্রবার রাতে ছিন্নমূল, সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের মধ্যে স্বেচ্ছাসেবী সংগঠন চেতনা পরিষদের পক্ষ থেকে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেখানে মানবতার দেয়াল উদ্বোধন করা হয়। শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ছিন্নমূল, সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন চেতনা পরিষদের পক্ষ থেকে মানবতার দেয়াল উদ্বোধন করা হয়েছে। কারওয়ান বাজার, ঢাকা, ১৮ জানুয়ারি। ছবি: প্রেস বিজ্ঞপ্তি
ছিন্নমূল, সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন চেতনা পরিষদের পক্ষ থেকে মানবতার দেয়াল উদ্বোধন করা হয়েছে। কারওয়ান বাজার, ঢাকা, ১৮ জানুয়ারি। ছবি: প্রেস বিজ্ঞপ্তি

চেতনা পরিষদের সভাপতি প্রভাষক জাহিদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নীতিনির্ধারকমণ্ডলীর সদস্য যুগ্ম সচিব শ্যামা প্রসাদ বেপারী, সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ অধ্যাপক বনমালী মোহন ভট্টাচার্য্য, চেতনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য বিমল রায়, ডা. পল্টুলাল বিশ্বাস, আইনজীবী কাওসার হোসেন, ড. আলমগীর হোসেন, সিদ্দিক চৌধুরী, শামসুল আরেফিন, মুনির হোসেন, বাসসাজ ঢাকা জেলার আহ্বায়ক দেলোয়ার হোসেন, জুবায়ের, শফিকুল হক, চেতনা পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জিদান ও সরকারি বিজ্ঞান কলেজ শাখার সদস্যবৃন্দ। অনুষ্ঠানের আয়োজক সহযোগী ছিল বাংলাদেশ স্বেচ্ছাসেবী সামাজিক জোট (বাসসাজ)। প্রেস বিজ্ঞপ্তি।