পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান যাচ্ছে জাজিরায়

পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান নিয়ে আজ মঙ্গলবার সকালে মাওয়া থেকে জাজিরার দিকে রওনা হয়েছে ক্রেনটি। ছবি: সংগৃহীত
পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান নিয়ে আজ মঙ্গলবার সকালে মাওয়া থেকে জাজিরার দিকে রওনা হয়েছে ক্রেনটি। ছবি: সংগৃহীত

পদ্মা সেতুতে ষষ্ঠ স্প্যানটি বসতে যাচ্ছে। আজ মঙ্গলবার সকালে স্প্যানটি নিয়ে মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে জাজিরার দিকে রওনা দেয় ভাসমান ক্রেন।

সেতু–সংশ্লিষ্ট এক প্রকৌশলী জানান, আজ সকাল নয়টার দিকে স্প্যানটি নিয়ে তাঁরা রওনা হয়েছেন। আগামীকাল বুধবার অথবা পরশু বৃহস্পতিবারের মধ্যে এটি বসানো হবে।

ক্রমে দৃশ্যমান হচ্ছে পদ্মা সেতু। ছবি: প্রথম আলো
ক্রমে দৃশ্যমান হচ্ছে পদ্মা সেতু। ছবি: প্রথম আলো

এর আগে ১৫ জানুয়ারি স্প্যানটি বসানোর কথা ছিল। কিন্তু পদ্মায় নাব্যতা–সংকটে তা পিছিয়ে দেওয়া হয়। নদীতে ড্রেজিং করে গভীরতা বৃদ্ধি করে আজ স্প্যানটি নেওয়া হচ্ছে।

পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ষষ্ঠ স্প্যানটি জাজিরা প্রান্তে বসানো হবে। এ ছাড়া মাওয়া প্রান্তে স্প্যান স্থাপনের কাজ চলছে।

পদ্মা সেতু প্রকল্প সূত্রে জানা গেছে, মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডের সামনে সপ্তম স্প্যানটি প্রস্তুত করে রাখা হয়েছে। ষষ্ঠ স্প্যানটি বসানো হবে সেতুর ৩৭ ও ৩৬ নম্বর পিলারের (খুঁটি) ওপর। আর সপ্তম স্প্যানটি ৩৬ ও ৩৫ পিলার দুটিতে বসানো হবে।