ফেব্রুয়ারিতে একসঙ্গে বিশ্ব ইজতেমা আয়োজনে সম্মত দুই পক্ষ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

ফেব্রুয়ারি মাসে বিশ্ব ইজতেমা আয়োজনে মাওলানা জুবায়ের আহমেদ ও দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভীর অনুসারী দুই পক্ষ সম্মত হয়েছে। দুই পক্ষ একসঙ্গে ইজতেমা আয়োজনে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

এর আগে তাদের এই দুই পক্ষের মধ্যে চরম বিরোধপূর্ণ অবস্থানের কারণে ইজতেমা আয়োজনে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। গত ১ ডিসেম্বর তাবলিগ জামাতের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে টঙ্গীতে প্রাণহানির ঘটনাও ঘটে।

দুই পক্ষকে নিয়ে আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সেখানে ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, দিল্লির নিজামুদ্দিন মারকাজের মুরুব্বি মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে তাবলিগের সুরা সদস্য ওয়াসেকুল ইসলাম, দেওবন্দপন্থীদের মধ্যে মাওলানা জুবায়ের আহমেদ, শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদউদ্দিন মাসউদ, পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ উপস্থিত ছিলেন। আড়াই ঘণ্টা ধরে ওই বৈঠক চলে।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, তাবলিগ জামাতের দুই পক্ষের দ্বন্দ্ব মিটে গেছে। ফেব্রুয়ারিতে তাঁরা একসঙ্গে ইজতেমা আয়োজনে সম্মত হয়েছেন। কাল বৃহস্পতিবার ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে দুই পক্ষের প্রতিনিধিরা বৈঠকে বসবেন। বৈঠকে ফেব্রুয়ারির কবে ইজতেমা অনুষ্ঠিত হবে, সে সময় নির্ধারিত হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাওলানা সাদ এবার ইজতেমায় যোগ দেবেন না। বৈঠকে সে রকম সিদ্ধান্ত হয়েছে। তিনি আরও বলেন, আজ বৈঠকে খোলামেলা আলোচনা হয়েছে। ইজতেমা দুবারে নাকি একবারে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে কাল সিদ্ধান্ত হবে।

তবে বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানিয়েছেন, এবার ঐক্যবদ্ধভাবে একটি ইজতেমা অনুষ্ঠিত হবে।

এদিকে দুই পক্ষের বিরোধ মীমাংসায় মধ্যস্থতাকারী কাকরাইল মসজিদের ইমাম মাজহারুল ইসলাম বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, দুই পক্ষের বিরোধ মিটে গেছে। তারা একসঙ্গে ইজতেমা আয়োজনে রাজি হয়েছেন।

এ বছর জানুয়ারিতে ইজতেমা অনুষ্ঠানের কথা থাকলেও মাওলানা জুবায়ের ও দিল্লির মাওলানা সাদের অনুসারীদের বিরোধের মুখে গত বছরের ১৫ নভেম্বর ইজতেমা স্থগিতের ঘোষণা দেয় সরকার।