থাকার কথা মায়ের বুকে, ঠাঁই হলো কার্নিশে

সদ্য ভূমিষ্ঠ ফুটফুটে এক শিশু। থাকার কথা মায়ের বুকে। ঠাঁই হলো একটি বহুতল ভবনের কার্নিশে। নির্মম এই ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকায়। গতকাল বুধবার দুপুরে সোসাইটির পার্ক বিস্তা নামের একটি ভবনের দ্বিতীয় তলার কার্নিশ থেকে নবজাতকটির লাশ উদ্ধার করে পুলিশ।

পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে নবজাতকটির লাশ উদ্ধার করা হয়। কন্যা শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ভবনটির পাশে একটি নির্মাণাধীন ভবন রয়েছে। ধারণা করা হচ্ছে সেখান থেকে নবজাতকটিকে ছুড়ে ফেলা হয়েছে। ভবনটির ওপর থেকে ফেলা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে সন্তান ভূমিষ্ঠ হওয়া কোনো বাসিন্দা পাওয়া যায়নি ভবনটিতে।

পুলিশ কর্মকর্তা নুরুল আলম আরও বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নবজাতকটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।