বগুড়ায় মাদক পাচারের মামলায় নারীর যাবজ্জীবন

আইন ও বিচার
আইন ও বিচার

বগুড়ায় মাদক পাচারের মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ-৩–এর বিচারক মো. গোলাম ফারুক এ রায় দেন। পাশাপাশি আদালত তাঁকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের দণ্ডাদেশ দেন।

দণ্ডিত নারীর নাম রোজী বেগম। তিনি বগুড়া রেলবস্তির বাসিন্দা। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩৫০ গ্রাম হেরোইনসহ তাঁকে গ্রেপ্তার করে বলে মামলায় উল্লেখ করা হয়। রায় ঘোষণাকালে তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৪ এপ্রিল বগুড়া শহরের রেলওয়ে স্টেশনের জুবিলি ইনস্টিটিউশনের ফটকের সামনে থেকে ওই হেরোইনসহ রোজীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু সিদ্দিকী তাঁর বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই আদালত এই রায় দিয়েছেন।