ফাতেমা মবিন মারা গেছেন

ফাতেমা মবিন চৌধুরী
ফাতেমা মবিন চৌধুরী

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর বড় বোন ফাতেমা মবিন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ফাতেমার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ক্যানসারে আক্রান্ত ফাতেমা মবিন চৌধুরী ৭৬ বছর বয়সে শনিবার দিবাগত রাত একটায় বনানীর বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মরহুমার স্বামী প্রকৌশলী মবিন চৌধুরী ১৯৯২ সালে পানি উন্নয়ন বোর্ডের সদস্য হিসেবে অবসরে যান। তাদের দুই ছেলে। একজন প্রকৌশলী হিসেবে যুক্তরাষ্ট্রে অন্যজন বাণিজ্য পরামর্শক হিসেবে কানাডায় প্রবাসী।

আজ রোববার বিকেলে বনানী কবরস্থানে ফাতেমা মবিন চৌধুরীকে দাফন করা হয়েছে।