ফেসবুকে ভুয়া প্রশ্ন বিক্রির অভিযোগে শিক্ষার্থী আটক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার চালিয়ে আসন্ন এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে একজনকে আটক করেছে র‌্যাব-১৩–এর একটি দল। ওই তরুণের নাম মো. রাশেদ ইসলাম (১৯)।

আজ বৃহস্পতিবার বীরগঞ্জের দারিয়াপুর গ্রামের নিজ বাড়ি থেকে মো. রাশেদ ইসলামকে আটক করা হয়। তিনি দারিয়াপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে। উপজেলার একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মো. রাশেদ ইসলাম।

র‌্যাব–১৩ দিনাজপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা প্রথম আলোকে বলেন, মো. রাশেদ ইসলামের ‘হিমেল অভ্র’ নামে একটি ফেসবুক পেজ রয়েছে। সেই পেজ থেকে তিনি বেশ কিছুদিন থেকে আসন্ন এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির প্রচারণা চালান। বিষয়টি জানতে পেরে র‌্যাব রাশেদের সঙ্গে যোগাযোগ করে। পরে রাশেদের পরিচয় এবং অবস্থান চিহ্নিত করে তাঁকে আটক করা হয়। আটকের পর রাশেদ জানিয়েছেন, গত বছর ফেসবুকে প্রচার চালিয়ে অর্থের বিনিময়ে এসএসসির ভুয়া প্রশ্নপত্র বিক্রি করেছিলেন।

প্রাথমিক জিঞ্জাসাবাদের পর মো. রাশেদ ইসলামকে পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে জানান মেজর সোহেল রানা।

২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।