ভাঙা হাত নিয়ে গণিতের বাছাই পর্বে হাজির

ডাচ বাংলা ব্যাংক প্রথম আলো আয়োজিত গণিত উৎসব ২০১৯ এর ঢাকা বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী শাখায়। ছবি: হাসান রাজা
ডাচ বাংলা ব্যাংক প্রথম আলো আয়োজিত গণিত উৎসব ২০১৯ এর ঢাকা বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী শাখায়। ছবি: হাসান রাজা

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাশফিক আহমেদের বাম হাত ভেঙেছে এক সপ্তাহ আগে। ব্যান্ডেজে মোড়া সেই ভাঙা হাত নিয়ে সকাল সকাল সে হাজির গণিতের বাছাই পর্বে অংশ নিতে। শিক্ষকের সঙ্গে ডেমরা থেকে এসেছে তাশরিক। সে বলল, ‘গাছে উঠতে গিয়ে পড়ে হাত ভাঙছে। আমার প্রিয় সাবজেক্ট ম্যাথ। এবারই প্রথম অলিম্পিয়াড আসছি। ভয় লাগছে না একটুও।’

আজ শুক্রবার সকালে নয়টার দিকে রাজধানী ঢাকার বনশ্রীতে আইডিয়াল স্কুল এন্ড কলেজের মাঠে কথা হয় ডেমরার ২৯ নং পাড়াডগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী তাশরিকের সঙ্গে। সেখানেই হয়ে গেল গণিত উৎসব ২০১৯ এর ঢাকা জেলার বাছাই পর্ব।

ঢাকা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪ হাজার ৭০০ শিক্ষার্থী এই বাছাই পর্বে অংশ নেয়। প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে তারা অংশ নেয়। সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় বাছাই পর্ব। ওড়ানো হয় রঙিন বেলুন।

বাছাই পর্বে অংশ নেওয়া শিক্ষার্থীরা। ছবি: হাসান রাজা
বাছাই পর্বে অংশ নেওয়া শিক্ষার্থীরা। ছবি: হাসান রাজা

বাছাই পর্বের উদ্বোধন ঘোষণা করেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার সহকারী প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন। শিক্ষার্থীদের তিনি বলেন, ‘আয়োজকদের শুভেচ্ছা। ব্যবস্থাপনায় কিছু ত্রুটি থাকতে পারে, ক্ষমার চোখে দেখবেন। তোমরা (শিক্ষার্থীরা) এসেছ, অংশ নিচ্ছ, আমরা আনন্দিত। আমাদের প্রত্যাশা, গণিতে তোমরা ভালো করবে। আর এখান থেকেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিজয়ী হোক এটাই আশা।’

ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর ব্যবস্থাপনায় প্রতি বছর দেশে গণিত উৎসব করা হয়। এই উৎসবের সফলতা প্রসঙ্গে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, সারা পৃথিবীতে ৭১টি দেশ আছে যারা এখনও গণিতের আন্তর্জাতিক প্রতিযোগিতায় কোনো স্বর্ণপদক পায়নি, অথচ আমরা গত বছরই তা পেয়েছি। এই সাফল্য ধরে রাখতে সারা দেশে গণিতককে ছড়িয়ে দিতে হবে।

উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ২০১৮ সালে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে স্বর্ণপদক পাওয়া আহমেদ জাওয়াদ চৌধুরী।

জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাছাই পর্ব শুরু হয়। ছবি: হাসান রাজা
জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাছাই পর্ব শুরু হয়। ছবি: হাসান রাজা

সকাল দশটায় শুরু হয় পরীক্ষা। এক ঘণ্টাব্যাপী পরীক্ষায় ছিল ৮টি প্রশ্ন। পরীক্ষার ফল ঘোষণা করা হবে আজ বিকেলে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে।

শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকেরাও এসেছিলেন। তাঁদের অনেকেই গণিত নিয়ে এমন আয়োজনের প্রশংসা করলেন। মোহাম্মদপুর থেকে দুই সন্তানকে নিয়ে এসেছেন রেজাউল করিম। তাঁর এক ছেলে সেকেন্ডারি ক্যাটাগরিতে আরেক মেয়ে জুনিয়র ক্যাটাগরিতে অংশ নিচ্ছে। রেজাউল প্রথম আলোকে বলেন, ‘গণিতের মতো কঠিন বিষয় নিয়ে ছেলেমেয়েদের কত আগ্রহ। এটাই প্রমাণ করে আমাদের এই দেশ এগিয়ে যাবে।’