টিএসসির সংগঠনগুলোর সঙ্গে ছাত্রলীগের নৈশভোজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রভিত্তিক(টিএসসি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ৷ শনিবার রাত সাড়ে নয়টার দিকে টিএসসির ক্যাফেটেরিয়ায় এ ভোজসভা হয়৷

ভোজসভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এবং তাঁদের অনুসারী নেতা-কর্মীরা অংশ নেন, অংশ নেন টিএসসির সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও৷ ডাকসু নির্বাচনে টিএসসির সংগঠনগুলোর নেতাদেরও নিজেদের প্যানেলে রাখতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ৷

নৈশভোজে অংশ নেওয়া কয়েকটি সংগঠনের নেতারা প্রথম আলোকে বলেন, ডাকসু নির্বাচন সামনে রেখে সৌজন্যতার অংশ হিসেবে এই ভোজসভা হয়েছে৷ ছাত্রলীগের পক্ষ থেকে সংগঠনগুলোকে স্বাধীনতাবিরোধী সংগঠনের বিরুদ্ধে অবস্থানে থাকার আহ্বান জানানো হয়েছে৷ এর আগে গত ২৯ জানুয়ারি টিএসসির সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসেছিল ছাত্রলীগ৷

এ নৈশভোজের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘টিএসসির সংগঠনগুলোকে নিয়ে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, যার নাম সম্মিলিত শিক্ষার্থী সংসদ৷ এই প্ল্যাটফর্ম স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এক হয়ে কাজ করতে চায়, বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক জাগরণ ঘটাতে চায়৷ তাদের সঙ্গে আমরা আগেও বসেছি, শিক্ষার্থীদের নানা সমস্যা নিয়ে কথা বলেছি৷ আমরা চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার যেন এক থাকে৷ আসন্ন ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে এমন একটি প্যানেল আমরা উপহার দিতে চাই৷ টিএসসির সংগঠনগুলোকে আমরা অবশ্যই প্রাধান্য দিচ্ছি৷'