শ্রীমঙ্গলে আটকা পড়েছে পারাবত এক্সপ্রেস

সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ট্রেনটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বেলা একটায় শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনটি সেখানে আটকা ছিল।

আখাউড়া-সিলেট রেলপথের শ্রীমঙ্গল ও শমশেরনগর স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন সোমবার ভোর ৬টা ৪০ মিনিটে ছেড়ে বেলা পৌনে ১১টার দিকে শ্রীমঙ্গলে পৌঁছে। শ্রীমঙ্গল স্টেশনে ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরপর আর ট্রেনটি চলতে পারছে না। ট্রেনটি সেখানে আটকা পড়েছে। ফলে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ আছে।

শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার জাহাঙ্গীর হোসেন ও শমশেরনগর স্টেশন মাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁরা বলেন, এ ট্রেনের ইঞ্জিনের বাফা হুক ভেঙে গেছে। অন্য একটি ইঞ্জিন দিয়ে ত্রুটিযুক্ত পারাবত ট্রেনের ইঞ্জিন টেনে কুলাউড়া জংশন স্টেশনে নেওয়া হবে। এরপর সেটি মেরামত করে আবার পারাবত ট্রেনের সঙ্গে যুক্ত করা হবে।