গোপালগঞ্জে বাস খাদে, ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। আহত ১১ জন। দুজনের অবস্থা আশঙ্কাজনক। আজ মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে উপজেলার খেলনা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুজনের মধ্যে একজন গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের আবদুল মাজেদের ছেলে নুর ইসলাম (৪০)। তিনি বেসিক ব্যাংকের কোটালিপাড়া শাখার ক্যাশ ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। নিহত অপরজন কোটালিপাড়ার পূর্ব পাড়ের শহীদ মোল্লার স্ত্রী মোমেনা বেগম (২৬)।


আহত ব্যক্তিদের মধ্যে নয়জনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন সোহরাব বিশ্বাস (৬০), বরিশালের জাহাঙ্গীর (৩০), কোটালিপাড়ার পাদনারপাড়ের ওয়াহিদ (৩০), গোপালগঞ্জ সদর উপজেলার মিয়াপাড়ার জাহিদুল হাসান (৩২), কোটালিপাড়ার নির্মল কীর্তনীয়া (৪২), সদর উপজেলার কাঠি গ্রামের ফরিদউদ্দিন (৫৫), সদর উপজেলার মাঝিগাতি গ্রামের উষা (৫০), নড়াইলের নরাগাতীর সরসপুর গ্রামের ইয়াসিন মোল্লা (২০), বরিশালের মুলাদি উপজেলার দরিচর লক্ষ্মীপুরের জাহাঙ্গীর (৭০)।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জানে আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খেলনা নামক স্থানে স্থানীয় একটি বাস সড়কের পাশে খাদে উল্টে পড়েছে—এ খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনীর দুটি ইউনিট যায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন আহত ব্যক্তিদের মধ্যেও দুজনের অবস্থা গুরুতর।