পুরো বছর জলাবদ্ধতা

>রাজধানীর জুরাইন, কদমতলীসহ বেশ কয়েকটি এলাকার সড়কে সারা বছরই পানি জমে থাকে। এলাকাগুলো এমনিতেই নিম্নাঞ্চল আর সেখানে বর্ষাকাল এলে তো কথাই নেই। ঘরে উঠে আসে পানি। অনেক বাসার নিচতলা ভাড়া হয় না এ কারণে। এসব এলাকার বাসিন্দাদের অভিযোগ, পানি নিষ্কাশনের ব্যবস্থা ঠিক না থাকায় আর জনপ্রতিনিধিদের গাফিলতিতে সারা বছরই সড়কে জলাবদ্ধতা লেগে থাকে। এতে বসবাসে চরম ভোগান্তি পোহাতে হয় স্থানীয় জনসাধারণকে। ছবিগুলো কদমতলীর জুরাইন মেডিকেল রোডের।
সড়কে জমে থাকা পানি থেকে বাঁচতে নানা কসরত করছেন এই পথচারী।
সড়কে জমে থাকা পানি থেকে বাঁচতে নানা কসরত করছেন এই পথচারী।
পয়োনালার পানিও রাস্তায় উঠে আসায় স্বাস্থ্য ঝুঁকিতে আছে এলাকাটির শিশুরা।
পয়োনালার পানিও রাস্তায় উঠে আসায় স্বাস্থ্য ঝুঁকিতে আছে এলাকাটির শিশুরা।
মেডিকেল রোডের এসব গলির বাসিন্দারা মূল সড়কে আসার জন্য সব সময় রিকশায় চলাচল করেন।
মেডিকেল রোডের এসব গলির বাসিন্দারা মূল সড়কে আসার জন্য সব সময় রিকশায় চলাচল করেন।
অনেককে বাধ্য হয়েই নোংরা পানি মাড়িয়ে চলতে হয়।
অনেককে বাধ্য হয়েই নোংরা পানি মাড়িয়ে চলতে হয়।
স্কুলফেরত দুই শিক্ষার্থী বাসায় যেতে পড়েছে দ্বিধায়। পানিতে নামলে ভিজবে তাদের জুতা।
স্কুলফেরত দুই শিক্ষার্থী বাসায় যেতে পড়েছে দ্বিধায়। পানিতে নামলে ভিজবে তাদের জুতা।