পলাশ ফুলে কাঠশালিক

>দোরগোড়ায় ফাল্গুন। সেই বার্তাই যেন ঘোষণা করছে পলাশ ফুল। ফুলে ফুলে ছেয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের উঁচু উঁচু পলাশগাছগুলো। রোদের আলোয় উদ্ভাসিত পলাশের আগুনের মতো রং। পলাশ শুধু দেখতেই মিষ্টি নয়, ফুলে মধুও আছে। সে মধু খেতে ভিড় করছে কীটপতঙ্গ ও পাখি। কাঠশালিক পাখির সংখ্যাই বেশি। ছবিগুলো বৃহস্পতিবারের।
এক ফুল থেকে আরেক ফুলে ঘুরে বেড়াচ্ছে পাখি।
এক ফুল থেকে আরেক ফুলে ঘুরে বেড়াচ্ছে পাখি।
সারা দিনই মধু খাচ্ছে পাখিগুলো।
সারা দিনই মধু খাচ্ছে পাখিগুলো।
মধু খাওয়ার পাশাপাশি ডাকাডাকিও চলছে।
মধু খাওয়ার পাশাপাশি ডাকাডাকিও চলছে।
যেন মধুর রাজ্যে পাখি।
যেন মধুর রাজ্যে পাখি।
ফুলে মুখ ঢুকিয়ে মধু খুঁজছে পাখি।
ফুলে মুখ ঢুকিয়ে মধু খুঁজছে পাখি।
কাঠশালিকের পিঠের রং উজ্জ্বল বাদামি ধূসর। বুক গাঢ় লালচে বাদামি।
কাঠশালিকের পিঠের রং উজ্জ্বল বাদামি ধূসর। বুক গাঢ় লালচে বাদামি।
ফুল থেকে মধু সংগ্রহ এই পাখির অন্যতম খাদ্যাভ্যাস।
ফুল থেকে মধু সংগ্রহ এই পাখির অন্যতম খাদ্যাভ্যাস।
খুবই চঞ্চল ও চতুর পাখি কাঠশালিক।
খুবই চঞ্চল ও চতুর পাখি কাঠশালিক।