শিশুদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের একবেলা

শিশুপ্রহরে মঞ্চে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। ছবি: আবদুস সালাম
শিশুপ্রহরে মঞ্চে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। ছবি: আবদুস সালাম

অমর একুশে গ্রন্থমেলায় এসেছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। শিশুপ্রহরে এসে তিনি শিশুদের সঙ্গে সময় কাটান। সঙ্গে ছিল সিসিমপুরের হালুম, ইকরি আর টুকটুকিরা।

বইমেলায় আজ ছিল দ্বিতীয় শুক্রবার। ছুটির দুই দিন শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শিশুপ্রহর থাকে। আজ বেলা সাড়ে ১১টার পর সোহরাওয়ার্দী উদ্যানে শিশুচত্বরে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার আসেন।

সিসিমপুরের শিকুর সঙ্গে মজা করছেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার ও তাঁর স্ত্রী মিশেল অ্যাডেলম্যান। ছবি: আবদুস সালাম
সিসিমপুরের শিকুর সঙ্গে মজা করছেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার ও তাঁর স্ত্রী মিশেল অ্যাডেলম্যান। ছবি: আবদুস সালাম

রবার্ট মিলার ও তাঁর স্ত্রী মিশেল অ্যাডেলম্যান বইমেলায় এসে অনেক আনন্দিত বলে জানান। তাঁরা শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান সিসিমপুরের প্রশংসা করেন। বলেন, বাংলাদেশের শিশুরাও শিকু, ইকরি, হালুম ও টুকটুকির সঙ্গে বড় হচ্ছে।

মার্কিন রাষ্ট্রদূত দেখা করেন টুকটুকির সঙ্গেও। ছবি: আবদুস সালাম
মার্কিন রাষ্ট্রদূত দেখা করেন টুকটুকির সঙ্গেও। ছবি: আবদুস সালাম

সিসিমপুরে মজার ছলে শিশুদের জন্য বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার করা হয়। রবার্ট মিলার মঞ্চে সিসিমপুরের শিকু, ইকরি, হালুমদের ডাকেন। শিশুদের হাতে তারা বিভিন্ন উপহার তুলে দেয়।

সাংবাদিকদের রবার্ট মিলার বলেন, অমর একুশে গ্রন্থমেলা মনোমুগ্ধকর। বাংলা ভাষার সৌন্দর্য অনুভব করতে হলে এই ভাষা জানতে হবে বলে তিনি জানান।

শিশুদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রী। ছবি: আবদুস সালাম
শিশুদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রী। ছবি: আবদুস সালাম

বইমেলায় প্রতি সপ্তাহের ছুটির দিনে বেলা সাড়ে ১১টা, সাড়ে তিনটা এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় সিসিমপুর থাকে।