ঘাটে প্রতিমার বিকিকিনি

>

রাত পোহালেই সরস্বতী পূজা। তাই শনিবার দিনভর দেবীর প্রতিমা ও পূজার অনুষঙ্গ কিনতে ব্যস্ত সময় পার করেছেন ভক্তরা। রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাটে চলছে পূজার বিকিকিনি। বিক্রমপুর থেকে আসা মৃৎশিল্পীরা নৌকায় করে বিক্রির জন্য ঢাকায় নিয়ে এসেছেন বিভিন্ন আকৃতি ও কারুকাজ করা প্রতিমা। আকারভেদে এসব প্রতিমা বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১০ হাজার টাকায়। রাজধানীর অনেক বাসিন্দার মতো সদরঘাটের এই স্থানে প্রতিমা কিনতে ভিড় করছেন অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। 

নৌকায় করে নিয়ে আসা প্রতিমা তাঁবু টানিয়ে রাখা হয়েছে।
নৌকায় করে নিয়ে আসা প্রতিমা তাঁবু টানিয়ে রাখা হয়েছে।
পূজারিরা প্রতিমা কেনার পর কুমারেরাই নৌকা থেকে নামিয়ে দিতে সাহায্য করেন।
পূজারিরা প্রতিমা কেনার পর কুমারেরাই নৌকা থেকে নামিয়ে দিতে সাহায্য করেন।
বিভিন্ন আকৃতির কারুকাজ করা প্রতিমা থাকে এখানে।
বিভিন্ন আকৃতির কারুকাজ করা প্রতিমা থাকে এখানে।
প্রতিমা দেখছেন কয়েকজন ভক্ত।
প্রতিমা দেখছেন কয়েকজন ভক্ত।
আকারভেদে প্রতিমা বিক্রি হচ্ছে ১০০০ টাকা থেকে ১০ হাজার টাকায়।
আকারভেদে প্রতিমা বিক্রি হচ্ছে ১০০০ টাকা থেকে ১০ হাজার টাকায়।
প্রতিমা কেনা শেষে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি।
প্রতিমা কেনা শেষে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি।
এখানে পূজার অনুষঙ্গও কিনতে পাওয়া যায় ।
এখানে পূজার অনুষঙ্গও কিনতে পাওয়া যায় ।