দেয়াল যেন কথা কয়

>বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে নতুন চিত্র। দেয়ালচিত্র বা গ্রাফিতিগুলোতে উঠে এসেছে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং সমসাময়িক নানা বিষয়। প্রাধান্য পেয়েছে সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন অসংগতি। বাংলাদেশের ইতিহাসের পাশাপাশি নিরাপদ সড়ক আন্দোলন, দুর্নীতি, বেকারত্ব, সাম্প্রদায়িকতা, নারী নির্যাতনের মতো বিষয়গুলো দেয়ালে ফুটে উঠেছে। ছবিগুলো রোববারের।
আইয়ুব বাচ্চুকে স্মরণ, ‘এই রুপালী গিটার ফেলে...’।
আইয়ুব বাচ্চুকে স্মরণ, ‘এই রুপালী গিটার ফেলে...’।
কোনোমতে টিকে আছে বন্ধন।
কোনোমতে টিকে আছে বন্ধন।
‘আর আমরা সবাই মিলে একদিন বাঘটাকে এক বোতল স্বাধীনতা গুলে খাওয়াবো’।
‘আর আমরা সবাই মিলে একদিন বাঘটাকে এক বোতল স্বাধীনতা গুলে খাওয়াবো’।
‘মেঘে মেঘে ভেজা কিছু সাদা পাখির দল’।
‘মেঘে মেঘে ভেজা কিছু সাদা পাখির দল’।
দেয়ালিচত্রে ফুটে উঠেছে নিরাপদ সড়ক আন্দোলন।
দেয়ালিচত্রে ফুটে উঠেছে নিরাপদ সড়ক আন্দোলন।
বাংলাদেশে দুর্নীতির আঘাত।
বাংলাদেশে দুর্নীতির আঘাত।
‘লোকে কী বলবে?’
‘লোকে কী বলবে?’
এই দেয়াল ‘অবশ অনুভূতির’
এই দেয়াল ‘অবশ অনুভূতির’
মহাত্মা গান্ধীর তিন বানর।
মহাত্মা গান্ধীর তিন বানর।
দেয়ালজুড়ে শহুরে জীবন।
দেয়ালজুড়ে শহুরে জীবন।