ডাকসুর তফসিল কাল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে কাল সোমবার৷ কাল সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবেন৷

আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়৷

তফসিল ঘোষণার সময় রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত থাকবেন৷ এ ছাড়া হল কর্তৃপক্ষ নিজ নিজ হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে কাল সোমবার৷

আগামী ১১ মার্চ ডাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা৷ এরই মধ্যে নির্বাচনের গঠনতন্ত্র ও আচরণবিধি চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট৷

নির্বাচন সামনে রেখে গত ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের বৈঠক হয়েছে৷ বৈঠকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্রসংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষ নেতারা অংশ নেন৷ এর আগে ১০ জানুয়ারি ডাকসুর গঠনতন্ত্র সংশোধন ও পরিমার্জনে গঠিত কমিটি ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেয়৷ সভার পর ১৪ জানুয়ারি কমিটির কাছে গঠনতন্ত্রের কোথায় তাঁরা কী ধরনের পরিবর্তন চান, তা লিখিতভাবে জমা দেন ছাত্রসংগঠনগুলোর নেতারা৷

২৯ জানুয়ারি ডাকসুর গঠনতন্ত্র ও আচরণবিধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তরে অধ্যয়নরত, বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত স্নাতকোত্তর শেষে একাধিক স্নাতকোত্তর বা সান্ধ্য স্নাতকোত্তর কোর্সে অথবা এমফিলে অধ্যয়নরত ৩০ বছরের মধ্যে থাকা যেকোনো শিক্ষার্থী এ নির্বাচনে প্রার্থী হতে পারবেন। তবে যাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক করেননি, তাঁরা সেই সুযোগ পাবেন না। বেশির ভাগ ছাত্রসংগঠন নির্বাচনের ভোটকেন্দ্র হলের বাইরে করার দাবি জানালেও ডাকসুর গঠনতন্ত্রের বিধি অপরিবর্তিত রেখে ভোটকেন্দ্র আবাসিক হলেই করার সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।