পৃথিবীটা ক্ষণিকের, কর্মফল অনন্তকালের: রিজভী

রুহুল কবির রিজভী। ফাইল ছবি
রুহুল কবির রিজভী। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘মিথ্যা দণ্ড দিয়ে খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখার সাধ পূর্ণ করলেন, এবার মুক্তি দিন। প্রধানমন্ত্রী আপনি দেয়ালের ভাষা পড়ুন, চারদিকে মানুষ চোখে-মুখে কী বলছে, বোঝার চেষ্টা করুন। পৃথিবীটা ক্ষণিকের, কিন্তু কর্মফল অনন্তকালের।’

আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি অনুগ্রহ করে ফেরাউন-নমরুদ-হিটলার অথবা কল্পরাজ্যের হীরকের রাজাকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতা করবেন না। দুই কোটি টাকার মিথ্যা মামলায় তাঁকে (খালেদা জিয়া) এক বছর কারারুদ্ধ করে রাখা অন্যায়, অবিচার ও জুলুম।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করে রিজভী বলেন, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, তখন তাঁর মাথার ওপর ১৫টি দুর্নীতির মামলা ছিল। সেগুলো আদালতের মাধ্যমে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, খালেদা জিয়া ও তারেক রহমানের মামলাগুলোকে চলমান রেখে এখন সাজা দেওয়া হচ্ছে আইন-আদালতকে ‘কবজা’ করে। উদ্দেশ্য, তাঁদের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা।

খালেদা জিয়ার চিকিৎসার দাবি জানিয়ে রিজভী বলেন, খালেদা জিয়ার অসুস্থতা দিনে দিনে বাড়লেও তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। পুরোনো রোগগুলো বেড়ে গেছে। চোখে প্রচণ্ড ব্যথা, পা ফুলে গেছে, হাঁটতে পারছেন না। ‘নির্যাতন’ সহ্য করতে গিয়ে তাঁর পূর্বের অসুস্থতা এখন আরও গুরুতর রূপ ধারণ করেছে। তিনি আরও বলেন, এ রকম শারীরিক অসুস্থতার মধ্যেও অমানবিকভাবে কারাগারের ভেতরে স্থাপিত ছোট অপরিসর কক্ষের ‘ক্যাঙারু’ আদালতে তাঁকে ঘন ঘন হাজির করা হচ্ছে। চরম স্বাস্থ্যঝুঁকিতে থাকলেও ‘তিলে তিলে শেষ’ করে দেওয়ার ‘জিঘাংসা চরিতার্থ’ করে চলেছে সরকার।

নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, ‘কথাবার্তা হচ্ছে, এখনো চূড়ান্ত হয়নি। মামলায় যাব কি যাব না, কীভাবে যাব, সব আসন থেকে যাব কি না, এটা আলাপ-আলোচনার মধ্যেই আছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে আমরা গণমাধ্যমকে জানিয়ে দেব।’

খালেদা জিয়ার কারাগারে যাওয়ার এক বছর পূর্তি উপলক্ষে গতকাল শনিবার চট্টগ্রাম, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, জয়পুরহাটসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের বাধা এবং বরিশালে ছাত্রদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আফরোজা খানমকে গ্রেপ্তারের নিন্দা জানান রিজভী।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা মুনির হোসেন প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।