একাদশ সংসদে প্রথম বিল

পরিবেশের দূষণ কমানোর লক্ষ্যে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে’ সংশোধনী আনা হচ্ছে। এ-সংক্রান্ত বিলের সংশোধনী আজ রোববার জাতীয় সংসদে তোলা হয়েছে। এতে ইটের বদলে ‘ব্লক’ ব্যবহারে উৎসাহিত করা হয়েছে। অবশ্য অধ্যাদেশ আকারে এটি এখন কার্যকর রয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বিলটি সংসদে তোলেন। এটাই একাদশ জাতীয় সংসদে তোলা প্রথম বিল।

বিলে বলা হয়েছে, ব্লক অর্থ বালি, সিমেন্ট, ফ্ল্যাই অ্যাশ বা অন্য কোনো উপাদান, মাটি ছাড়া না পুড়িয়ে প্রস্তুত করা নির্মাণসামগ্রী। মাটির ব্যবহার কমাতে সরকার প্রজ্ঞাপন দিয়ে ইটের বিকল্প হিসেবে ব্লক উৎপাদন ও ব্যবহার বাধ্যতামূলক করতে পারবে।

বিলে বলা হয়েছে, সরকার প্রযুক্তি ও উৎপাদন ক্ষমতা অনুসারে ইটভাটার জায়গার পরিমাণ ও নির্দিষ্ট এলাকায় ইটভাটার সংখ্যা নির্ধারণ করে দিতে পারবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী বলেন, এই আইন প্রণয়ন হলে কৃষির জন্য অত্যন্ত প্রয়োজনীয় ‘টপ সয়েল’ রক্ষাসহ ইটভাটাজনিত পরিবেশদূষণ কমবে।