মালয়েশিয়া যাওয়ার পথে ২২ রোহিঙ্গা উদ্ধার

মালয়েশিয়া যাওয়ার চেষ্টার সময় উদ্ধার ২২ রোহিঙ্গা। ছবি: বিজিবির সৌজন্যে
মালয়েশিয়া যাওয়ার চেষ্টার সময় উদ্ধার ২২ রোহিঙ্গা। ছবি: বিজিবির সৌজন্যে

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করার সময় কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২২ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে। তাদের মধ্যে ১১ শিশু, ১০ নারী ও একজন পুরুষ। তারা উখিয়ার বালুখালী ও কুতুপালং রোহিঙ্গা শিবিরে থাকে। সবাই মিয়ানমারের নাগরিক। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরীর ভাষ্য, সদর ইউনিয়নের সমুদ্রোপকূল এলাকায় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি জড়ো হচ্ছিল। সমুদ্রে তাদের জন্য বড় একটি জাহাজ নোঙর করে রাখা ছিল। কয়েকজন দালাল তাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল। তবে সেই দালালদের ধরা যায়নি।

রোহিঙ্গাদের আজ নিজ নিজ শিবিরে পাঠানো হবে।

মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করার সময় গত বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত চার দফায় ৭০ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাঁদের সহায়তা করার জন্য মোহাম্মদ মহিবুল্লাহ, মোহাম্মদ হুমায়ুন, মোহাম্মদ মামুন ও আবদুল কাদের নামের চারজন দালালকে আটক করা হয়েছে।